আমাদের কথা খুঁজে নিন

   

চাই সংলাপ ও সমঝোতা

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গত মঙ্গলবার দেখা করেছেন। সংবিধানের অভিভাবক হিসেবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে তারা রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন। এক ঘণ্টার আলোচনায় বিরোধী দলকে আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেছেন, তিনি সরকারের কাছে বিরোধী জোটের দাবি তুলে ধরবেন। এ ব্যাপারে সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টাও করবেন তিনি। রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে বিরোধীদলীয় নেতার এটিই প্রথম সাক্ষাৎকার।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী না দিলেও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তারা অভিনন্দনও জানায়নি। এমনকি শপথ অনুষ্ঠানও বর্জন করেছিল তারা। তবে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক ছিল হৃদ্যতাপূর্ণ। বৈঠক সূত্রের বরাত দিয়ে পত্রিকান্তরে বলা হয়েছে, বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেছেন দেশে এখন ক্রান্তিকাল চলছে- এ অবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা রাখা উচিত। রাষ্ট্রপতি এ প্রত্যাশার পরিপ্রেক্ষিতে বলেছেন, আপনারা দুই দল দুইবার ক্ষমতায় থাকলেও সে সুযোগ রাখেননি।

মন্ত্রিপরিষদ সচিব যা লিখে দেন, তা-ই রাষ্ট্রপতিকে বলতে হয়। এই মন্তব্যের দ্বারা রাষ্ট্রপতি সাংবিধানিক দিক থেকে তার ক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরলেও বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এবং বিদ্যমান সমস্যার সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা নানা কারণে তাৎপর্যপূর্ণ। বিরোধী দল বিদ্যমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে তাদের আগ্রহের বিষয়টি স্পষ্ট করেছে এ প্রয়াসের মাধ্যমে। আমরা মনে করি, রাষ্ট্রপতি তার সীমাবদ্ধ সাংবিধানিক ক্ষমতার মধ্যেও দুই পক্ষকে সমঝোতার পথে যেতে উদ্বুদ্ধ করতে পারেন। আশার কথা, বিরোধী দল যেমন বিদ্যমান সংকট নিরসনে সরকারের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে তেমনি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে তারা বিরোধী দলকে নিয়েই নির্বাচন করতে চান।

বিরোধী দলের সঙ্গে সংলাপে আগ্রহের কথাও বলা হচ্ছে সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকেও। আমরা আশা করব শুধু আগ্রহ প্রকাশ নয়, সংলাপে বসার কার্যকর উদ্যোগও নেওয়া হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে- জাতি তেমনটিই দেখতে চায়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।