আমাদের কথা খুঁজে নিন

   

যদিও একই বাতাস আমাদের মন যায় ছুয়ে / একই আকাশে চোখ রেখে আমাদের দিন যায় কেটে!

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " নিহত স্মৃতির বিষাদ কি ভাবো তুমি এতো ? নীরবে মনে মনে সকাল দুপুর রাতে বাসে ট্রেনে; ব্যস্ত শহরের জ্যামে ভ্যাপসা গরমে হঠাৎ ধেয়ে আসা আনমনা বাতাসে একাকী অথবা অনেক মানুষের ভীড়ে; কি এতো ভাবি আমি; বৈশাখ ঝড়ের ভোরে বৃষ্টির শ্রাবণে, কুয়াশায় শীতের সকালে; বিছানায় উষ্ণ শরীর রেখে সকাল দুপুর রাতে, সকল ব্যস্ততা আর অবসরে একাকী অথবা অনেক মানুষের ভীড়ে; আমরা ভেবেই চলি- প্রিয়মুখ মনে রেখে, কি ভীষণ অপেক্ষাতে কাটে আমাদের সময়; পরস্পরের কথা ভেবে কি যে সুখ পায় মন! বিষন্নতায় অবসাদে, ভালোবাসা চেপে রেখে শুধু চোখে চোখে চেয়ে কেন যাই আখিজলে ভেসে! তবু কেন আমরা ভেবে ভেবে মরি, যদিও একই বাতাস আমাদের মন যায় ছুয়ে একই আকাশে চোখ রেখে আমাদের দিন যায় কেটে? ( নিহত স্মৃতির বিষাদ, ডি মুন, ০৮/০৫/২০১৩, দুপুর ০১;৪০ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।