আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ নামের মানুষ ......(.এক)



আমির হামজা মানুষ নামের মানুষ গুলোসব আর মানুষ নেই ভাই হাত, পা, মুখ সবই আছে মুর্খতাতে বড়ায় মানুষ নামের মানুষ গুলো আর মানুষ নেই ভাই এই মানুষের খবর আগে পাইতো যদি ওমর আজকের ভাবনা ভেবে তখন , যেই উদরে জন্ম এদের - এই উদরের পূর্ব উদর দিতো বুঝি কবর । মানুষ গুলো আজ বিবেক হাড়া , হায়না, পশু, হিংস্র আর পাগলা কুকুরের হঠাৎ তাড়া। মানুষ দেখে আজ মানুষ তায় এতো ভয় পায়, মানুষ নামের মানুষ গুলো সব আর মানুষ নেই ভাই। এই বুঝি সেদিন এলো আকাশ জুড়ে আলো , শত আধারের জুগ পেরিয়ে মানুষ গুলো ভালো। আজ কেন তবে এতো রেশারেশি মানুষ মারার তাড়া , মানুষ যদি হয় মানুষের শত্রু নিরাপত্তা দেবে কারা ? দিনভোর কত রাস্তার মোড়ে - মানুষ নামের মানুষের লাশ পরে থাকে মড়ে । কেউ কারও কখনও খবরতো নেয় না - মুখে মুখে বলে সুধু জাতি হাই, মানুষ নামের মানুষ গুলো সব আর মানুষ নেই ভাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.