আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে চাই

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

তোমাকে চাই, আমার প্রতিটি নিঃশ্বাসে তোমাকে চাই আমার প্রতিটি বিশ্বাসে তোমাকে চাই । মান অভিমানে তোমাকে চাই, রাগে অনুরাগে তোমাকে চাই, সুখে অসুখে তোমাকে চাই, হাসি কান্নায় তোমাকে চাই ।

ঘুমে আর জেগে তোমাকে চাই আলো আধাঁরে তোমাকে চাই, সুরে আর গানে তোমাকে চাই । গিটারের প্রতিটি তারে তোমাকে চাই, নুপুরের ঝঙ্কারে তোমাকে চাই, জলে স্থলে তোমাকে চাই, দিনে আর রাতে তোমাকে চাই । শিশির ভেজা ঘাঁসে তোমাকে চাই, পাখিদের কলতানে তোমাকে চাই, মনের মিছিলে তোমাকে চাই, আমার প্রতিটি পদক্ষেপে তোমাকে চাই । খরা আর অনাবৃষ্টিতে তোমাকে চাই, বরষার জলে তোমাকে চাই, শীতের চাঁদরে পরম আদরে তোমাকে চাই, ঘন কুয়াশায় তোমাকে চাই । আমার বুক পকেটের কলমে তোমাকে চাই ।

তোমাকে চাই, শুধু তোমাকে চাই এবং তোমাকে চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.