আমাদের কথা খুঁজে নিন

   

শেষ কার্যদিবসে সূচকের পতন

সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমছে। টাকার পরিমাণেও লেনদেন আগের কার্যদিবস থেকে রয়েছে শ্লথ গতিতে। ডিএসইতে দুপুর ১টায় ব্রড ইনডেক্স কমেছে ৩৩ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৪১০ কোটি টাকার। সিএসইতে সূচক কমেছে ৭৫ পয়েন্ট। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয় লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই): লেনদেনের আড়াই ঘন্টায় ডিএসইতে ব্রড ইনডেক্স ৩৩ পয়েন্ট কমে ৪৪০৫ পয়েন্টে অবস্থান করে। এ সময় মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টি, কমেছে ১৮৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ২০ লাখ টাকার। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫৮ পয়েন্ট।

লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): দুপুর ১টায় সিএসইতে সূচক ৭৫ পয়েন্ট কমে ৮৬২৩ পয়েন্টে অবস্থান করে। এ সময় মোট ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ১০ লাখ টাকার।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।