আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতার হলেন ওয়ারফেজ ব্যান্ডের মিজান

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

খবরঃবাংলা হেভি মেটালের জনক,বাংলা মেটাল জগতের সম্রাট ওয়ারফেজের জনপ্রিয় ভোকাল মুসাফির খ্যাত মিজান নারী নির্যাতন মামলায় আটক। ---আমার গোপন সূত্রে খবর পেলাম,উনার কোপা কন্ঠস্বরের জাদুতে এক লেসবিয়ান মহিলা পাগল হয়ে গেলে যখন উনারা দেখা করতে যান তখন মিজান একজন পুরুষ দেখে মহিলা রাগে-দুঃখে মামলা করে দেন। বিভিন্ন মহলে প্রতিক্রিয়া --কমল ভাই (ওয়ারফেজের বর্ষীয়ান গিটারিস্ট) এই খবর শুনেই স্ট্রোক করেছিলেন। বর্তমানে সুস্থই আছেন। তবে কথা বলতে পারছেন না তিনি।

তিনি ঠিক করেছেচন গিটারের নোট ব্যবহার করে কমুনিকেশন করবেন। তবে,গিটারে মাত্র A-G পর্যন্ত থাকায় তিনি মহা বিপদে আছেন। --অনি ভাই(ওয়ারফেজের তরুন তুর্কি) লুকিয়ে মিজানের শ্যাম্পু/কন্ডিশনার দেয়াল টপকে চুরি করে নিয়ে এসেছেন --ব্যাসবাবা খ্যাত সুমন ভাই চিটাগাং এর দামপাড়ায় আরপেজিও তে "এ কনসার্ট ফর মিজানঃব্যাসবাবার একক জলসা"নামক কন্সার্টের আয়োজন করেছেন। উনি আর জাহেদ ভাই মিলে এক সাথে গুটি সিরিজের সব গান বাজাবেন। ড্রামার টিপু ভাই এই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত।

--কিবোর্ডিস্ট শামস ভাই উনার আরেক ব্যান্ড ডি-ইলুমিনেশন থেকে "মিজানের জন্য একটি গান" শীর্ষক একটি গান রিলিজ দিবেন। যেখানে সাজ্জাদ ভাইয়ের ১৫মিনিটের একটা গিটার সোলো থাকবে। গান থেকে পাওয়া টাকা মিজান ভাইয়ের কয়েদি জীবনের চা/বিড়ি/সিগারেটের জন্য ব্যয় করা হবে। --ওয়ারফেজ ব্র্যান্ডের নুডলস বিক্রয় এখন সন্দেহের মুখে পড়ে গিয়েছে --শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলার ওয়ারফেজ পুজারীরা রাস্তায় নেমে মহারাজ,আলো এই ২টি রাবার ব্যান্ড দিয়ে বেধে নিজের কপালে বাড়ি মারছেন এবং হায় মিজান মাতম করছেন। বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় গেলে তিনি মিজান কে বীর বেশে নিজের হাতে ধরে জেল থেকে নিয়ে আসবেন।

বংগবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন"সবই বিরোধী দলের ষড়যন্ত্র"... ‪#‎ওয়ারফেজ‬ ফ্যান রা মাইন্ড খাইলে কিছু করার নাই ‪#‎প্যারোডি_স্যাটায়ার‬ ছাড়া এই লেখাটা আর কিছু না। ওয়ারফেজ এমনিতেই পচে গেছে আমার কাছে। আমার কাছে এখনো ওয়ারফেজ মানে অসামাজিক এবং জীবনধারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.