আমাদের কথা খুঁজে নিন

   

তুই শালা রাজনীতিবিদ!??????

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

সেইদিনই কি এসে পড়েনি????? এসক সময় মীরজাফর সুন্দর একটা নাম ছিল। তার অপকর্ম তাকে গালিতে পরিণত করল!! কেউ আর আদর করে সন্তানের নাম মীর জাফর রাখে না!! একসময় রাজণীতি ছিল পূজ্য, সমীহ পূর্ন অতীব সম্মানের এক কাজ। যারা তা করতেন তাদের মানুষ ইজ্জত আর মান্যতায় ভরিয়ে দিত। তাদের কর্মগুনে। সমাজ সেবা, দেশ সেবা ছিল অতি মহত হৃদয়ের ঔদার্যের অধিকারীকদের কাজ। কিন্তু আজ। রাজণীতিবিদদের লোভ, লালসা, কদর্যতা, পাল্টিবাজি, নিতিহীনতা, প্রত্যক্ষ বা পরোক্ষে দূর্নীতিতে জড়ানো, হেন কোন অপকর্ম নেই যার পিছনে রাজনীতি বা রাজনীতিবিদদের হাত নেই! সম্পৃক্ততা নেই!!!!! সেই দিন বোধহয় দূরে নেই- যখন মানুষ একে অন্যকে গাল দেবে- যা শালা তুই দেখি রাজনীতিবিদ!!!!!!!! তুইও তো বড় রাজনীতবিদ!!!! বলে!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।