আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসি


ভালবাসি বাংলা ভালবাসি বাংলার মাটি ভালবাসি বাংলার আঁকাশ অবারিত সবুজ রূপসী বাংলার নদী ; ভালবাসি মা ভালবাসি প্রিয়তমা ভালবাসি পূর্ণিমা ভালবাসি বাংলার জল ভালবাসি শাপলা ভালবাসি বাঙালীপনা। ভালবাসি খেটে খাওয়া মুজুরের তৃপ্তির হাসি ভালবাসি রাখাল বালকের সমধুর বাঁশি। ভালবাসি বাংলার মানুষ ভালবাসি মধুর কিষানীর হাসি ভালবাসি শিশুদের দল ;ভাল কিশোর কিশোরী সদা চঞ্চল। ভালবাসি বাউল ,ভালবাসি বটবৃক্ষের ছায়া, ভোরের সূর্যের হাসি ভালবাসি বাঙালী নদীর ঢেউ, ভালবাসি সমুদ্র সফেদ ফেনা সেও। ভালবাসি ইলিশের ঝাঁক পদ্মার বুকে ভালবাসি শরৎ হেমন্ত ভালবাসি ভোরের শিশির শীতের সকাল শীত শেষে অপরূপ বসন্ত। ভালবাসি বর্ষার জল গ্রীষ্মের অলস দুপুর ভালবাসি নৃত্যরতা প্রেমিকের চঞ্চল নুপূর। ভালবাসি বাংলা ভালবাসি দেশ ভালবাসি বাংলার মানুষ ভালবাসি রূপালী চাঁদ ;পড়ন্ত লালটকটকে সূর্য গোধূলীর আলো রাঙা প্রভাত ,অবারিত সবুজ, সোনার বাংলার রঙিন মানুষ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.