আমাদের কথা খুঁজে নিন

   

/সূর্যমুখীর মতোন ফুটলাম/

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

/সূর্যমুখীর মতোন ফুটলাম/ /শাফিক অফতাব/ পুলকের হুক আমি খুলিনি কিংবা বোতাম আনন্দের দরজা আমি খুলিনি আমি কিছু জানিনা__ আমি শুধু তোমার চোখের দিকে দেখেছিলাম তাতেই আচমকা কেনো আবহমান এক পুলিশ তোমাকে খুলে ফেললো কেনো তোমার জীবন্ত দেহের সুরৎহাল প্রস্তুত শুরু করলো আমি তোমার সব স্বাভা্বিক দেখলাম অথচ চোখে চোখ পড়তেই এক ঝাঁপ পাখি এলো আর সেই অনন্তের পাখিরা তোমার বুকের পরে জেঁকে বসলো ? আমি কী এক আবহমান টানে মদির হয়ে উঠলাম সূর্যমুখীর মতোন ফুটলাম। ২০.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।