আমাদের কথা খুঁজে নিন

   

চার বাংলাদেশি আইডলের আড্ডা

সংগীতবিষয়ক রিয়েলিটি শো বাংলাদেশি আইডল। দেশজুড়ে অগুণতি প্রতিযোগীর মধ্য থেকে বের হয়ে এসেছে বেশ কিছু সংগীত প্রতিভা। যারা এরই মধ্যে তাদের গায়কী দিয়ে প্রমাণ করেছেন নিজেদের অবস্থান, জানান দিয়েছেন সংগীতে আগামীর সম্ভাবনা। ডেলটা বে'র আয়োজনে এসএ টিভির পর্দায় প্রচার চলতি এই আন্তর্জাতিক রিয়েলিটি শো এরই মধ্যে চমক সৃষ্টি করেছে সর্বস্তরের টিভি দর্শক ও গানপ্রিয়দের মাঝে। 'বাংলাদেশি আইডল' এখন টান টান উত্তেজনা নিয়ে চার সেরা প্রতিযোগীকে নিয়ে এগিয়ে চলছে দেশের প্রথম বাংলাদেশি আইডল নির্বাচনের অভীষ্ট লক্ষ্যে।

প্রতিযোগিতায় এখন যে চার সৌভাগ্যবান প্রতিযোগী লড়াই করছেন আপন যোগ্যতা নিয়ে তাদের মধ্যে রয়েছেন ঢাকার আরিফ, সিলেটের মন্টি, বান্দরবানের মং এবং ফরিদপুরের তালহা। সম্প্রতি এই চার প্রতিযোগীর সঙ্গে আড্ডা হয় এফডিসির শুটিং ফ্লোরে। আড্ডায় জিজ্ঞাসা ছিল বাংলাদেশি আইডল'র সেরা ৪-এ আসতে পেরে কেমন লাগছে? জবাবে আরিফ বলেন, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, যা এখনো দেখছি বলে মনে হচ্ছে। মন্টি বলেন, খুব ভালো লাগছে এ পর্যন্ত আসতে পেরে। আমি একটা ছোট্ট অঞ্চল থেকে এসেছি।

আর আমি আশাও করিনি এত দূর আসতে পারব। তালহা বলেন, আমিও কখনই ভাবিনি এ পর্যন্ত আসতে পারব। এত দূর আসতে পেরে অনেক খুশি। এদিকে মং বলেন, এ পর্যন্ত আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। তারপর বেশি ভালো লাগছে এখানে আসার পর গান শেখার পাশাপাশি কীভাবে ভালো মানুষ হতে পারব সেসব শিখতে পারছি।

তা ছাড়া এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি আমার ক্ষুদ্র জাতির মুখে একটু হলেও হাসি ফোটাতে পারছি। ওরা সবাই আমাকে নিয়ে গর্ব করে এখন। গান নিয়ে কার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন? এমন প্রশ্নে মং বলেন, গান নিয়ে পরিকল্পনার শেষ নেই আমার। সাধনার মাধ্যমে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যার দ্বারা নিজের দেশ এবং জাতি উপকৃত হবে। আর একটা রক ব্যান্ড দল গড়তে চাই।

মন্টি বলেন, এখন আমার সব পরিকল্পনা গান নিয়েই। এ দেশের গানকে বিশ্বের বাংলা ভাষাভাষী সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আরিফ বলেন, অনেক স্বপ্ন এবং পরিকল্পনা আছে গান নিয়ে। সে সব একটা একটা করে বাস্তবায়ন করতে চাই। ভালো গান উপহার দিতে চাই শ্রোতাদের।

এদিকে নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশি আইডল'-এর গ্র্যান্ড ফিনালে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।