আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক টানাপড়েনে কমেছে বৈদেশিক সহায়তা

জুলাই-অক্টোবর। চলতি অর্থবছরের এ চার মাসে বৈদেশিক সহায়তা কমেছে। এ সময় দাতারা ছাড় করেছেন মাত্র ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৪৩ কোটি ২০ লাখ ও অনুদান ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

এর মধ্যে ঋণ ৬১ কোটি ও অনুদান ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের চার মাসের তুলনায় চলতি অর্থবছরের চার মাসে ২৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কম বৈদেশিক অর্থছাড় হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ হিসেব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দাতাদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিও কমে গেছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ১৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

এর মধ্যে ঋণ ১১৭ কোটি ২০ লাখ ও অনুদান ১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।  

গত অর্থবছরের চার মাসের চেয়ে চলতি অর্থবছরের চার মাসে ৪৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রতিশ্রুতি কমেছে।

চলতি অর্থবছরের চার মাসে অর্থছাড়ে এগিয়ে থাকা দাতারা হচ্ছে বিশ্বব্যাংক ১২ কোটি মার্কিন ডলার (ঋণ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (ঋণ), জাইকা ১৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (ঋণ), ইউএন সিস্টেম অনুদান ছাড় করেছে ৪ কোটি ৭০ লাখ এবং ভারত অনুদান ছাড় করেছে ৫ কোটি মার্কিন ডলার।  



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.