আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুর-আনন্দবাস সীমান্তে এক গরু ব্যবসায়ী গুলিবদ্ধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর-আনন্দবাস সীমান্তে  বিএসএফ'র গুলিতে আজিজুল(২৮) নামের এক গরু ব্যবসায়ী গুলিবদ্ধি হয়েছে।  গুলিবদ্ধি আজিজুল জয়পুর গ্রামের ইস্রাফিলের ছেলে।  

স্থানীয় গ্রামবাসীসূত্রে জানা আজ ভোররাতে জয়পুর-আনন্দবাস সীমান্তে  বাংলাদেশের আভ্যন্তরে ৯৬ নং মেইন পিলারের নিকট কাঁটা তারের পাশে মোবাইলে কথ বলছিল। ওপর পাশ থেকে ভারতের চাপড়া থানাধীন ভাটগাছী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মোবাইলের আলো দেখতে পেয়ে আলো লক্ষ্য করে ছড়ড়া গুলি ছোড়ে। এতে অজিজুলের মাথা ও চোখে গুলিবদ্ধি হলে সে মটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে ।

৩২ব্যাটালিয়নের আনন্দবাস কোম্পানী কমান্ডার  সুবেদার খায়রুল মুঠো ফোনে বলেন, সিমানে্ত গুলি বদ্ধির তথ্য প্রদান  রাষ্ট্রিয় ভাবে নিষেধ আছে তাই সংবাদিকদের কোন তথ্য প্রচার করা যাবেনা।

তবে জগনাথপুর ক্যাম্প কমান্ডার আঃ রশিদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমরা গুলির শব্দ শুনতে পেয়েছি।  গরু ব্যবসায়িদের অভ্যন্তরিন কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে । 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।