আমাদের কথা খুঁজে নিন

   

রবিবারে পে-কমিশন ঘোষণা: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন আগামী রবিবারে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

এর আগে গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেন। পরদিন এর গেজেট জারি করে সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে দেশের ১৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১১ লাখ সক্রিয় রয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।