আমাদের কথা খুঁজে নিন

   

পাখির ছানা

আমি যখন ছোট্ট ছিলাম--
রোজ বিকেলে খেলতে গিয়ে
পাখির সাথে উড়ছি ছেলেবেলায়,
পাখির ছানা আমার প্রিয়--
এসেই দেখি ছোট্ট ছানা
যোগ দিয়েছে চড়ুইভাতি খেলায়।
তখন কী যে মজা হতো--
মনের মতো বন্ধু পেয়ে
হারিয়ে গেছি চরকগাছির মেলায়!
 
তোমরা যদি পাখির ছানা
পোষ মানাতে চাও কখনো
গোলটি হয়ে বস আমার ঘরে,
হঠাৎ যদি সেই ছানাটি
বাবা মায়ের নিষেধ ভুলে
আমার কাছে আবার এসে পড়ে!
আমি তখন ছানার মুখে
তুলে দেবো শস্যদানা
তোমরা দেখে হাসবে কলস্বরে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।