আমাদের কথা খুঁজে নিন

   

কাল কুয়েট ভর্তি পরীক্ষা।

ধারণা খুবই সাধারণ। বেশি কিছু জানতে বা চিন্তা করতে ভালো লাগেনা। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি।

কাল কুয়েট ভর্তি পরীক্ষা। পরিচিত কেও পরীক্ষা দিতেছেনা।

আর থাকলেও আমি এই মাদ্রাসায় আসতে দিতামনা। তারপরও যারা নিজ ইচ্ছায় নিজের কোরবানি নিতে চাইতেছে তাদেরতো আর আটকানো যায়না :v । ছোট ভাইয়েরা ভালো পরীক্ষা দেখ এটাই চাই। "কুয়েট" নামক জায়গাটা বড়ই ধান্দাবাজ। তোমারে ভাবসাব এমন দেখাবে যে ৩ বছর ৮ মাসেই বের করে দিবে আসলে সময় লাগবে সাড়ে চার বছর।

হলে সিট দিবে দিবে বলে তোমারে ২ বছর ঘুরাবে তাও পাবে কিনা সন্দেহ। এতো কিছুর পরও ভার্সিটির একটা সিটও খালি থাকেনা। সবাই ভর্তি হয়। কোনো দিন পত্রিকায় বিজ্ঞপ্তি বা অ্যাড চোখে পড়ে নাই যেখানে কাউকে ভর্তি হবার জন্য কুয়েট কাকুতি মিনতি করছে। আসলে সব কিছুর পাবলিসিটি লাগেনা ।

ব্যাপারট বুঝতেই পারছেন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।