আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব এশিয়ার সাগরে ইরানের ভারী সাবমেরিন

ইরান পূর্ব এশিয়ার সাগরে একটি সাবমেরিন নামিয়েছে। ইরানের নৌ-বাহিনীর অপারেশন কমান্ডার অ্যাডমিরাল সিয়াভাশ জারেহ এই ঘোষণা দিয়েছেন। 'ইউনুস' নামের এই সাবমেরিন বা ডুবো-জাহাজ হল ইরানের ‘তারিক’ শ্রেণীর ভারী ডুবো-জাহাজ।

এই সাবমেরিন নামানোর পর সিয়াভাশ জানান, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি-সজ্জিত এই ডুবো-জাহাজ পূর্ব এশিয়ার সাগরগুলোতে ইরানের ২৮ তম নৌ-বহরের অংশ হিসেবে সক্রিয় থাকবে। এই যুদ্ধ-জাহাজ ভারতের মুম্বাই ও কলোম্বো বন্দরে ভিড়বে বলে তিনি জানান।

উল্লেখ্য, ইরান সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পানিসীমায় সামরিক নৌ-উপস্থিতি জোরদারের চেষ্টা করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।