আমাদের কথা খুঁজে নিন

   

কে যেন বলল বিয়ের বয়স ২৫ !!! আসলে বয়স উনিশ থেকে বাইশের মধ্যেই বিয়ে হওয়া উচিত ।

মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে । "আজকে আমি, আমার বড় ভাইয়া, আমার এক আংকেল, ও আংকেলের এক ফ্রেন্ড একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। সাথে চায়ের কাপে সুরুত্‍ সুরুত্‍ চলতেছিলো। আংকেল আমারে জিগাইলো তোমার অনার্স কোন ইয়ার যেন চলতেছে? আমি কৈলাম সামনে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম। আংকেল কয় তুমার বয়স কত চলতাছে? আমি হিসাব নিকাশ কৈরা কৈলাম বাইশ বছর ১ মাস ১ দিন মানে তেইশ বছর চলতাছে।

আংকেল তখন আমারে কয় শুনো বাবা ২৫ বছরের আগেই বিয়া করবা। আমি কৈলাম ততদিনে তো আমার অনার্স কমপ্লিট ই হৈবো না। আংকেল কয় নিকুচি করি তোমার অনার্সের । তোমার অনার্স কমপ্লিট করতে গিয়া একটা মেয়ের জীবন নষ্ট করবা নাকি? আমি কৈলাম জীবন নষ্ট করবো মানে, কি কন এইসব উলটা-ফুলটা? আংকেল কয় রোমান্টিকতার বয়স পার করার পর একটা মাইয়ারে বিয়া কৈরা কি লাভ? আর তা ছাড়া যদি কারো স্বাভাবিক আয়ুস্কাল ধরা হয় ৫৫ বছর সেদিক থেকে তার তো ২৫ বছর বয়স পার করার উপায় ই নাই। বাচ্চাদের মানুষ করা, তাদের লেখাপড়া শেখানো, তাদের বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক মত সম্পাদন করতে চাইলে ২৫ বছর পার হতে দেয়া যাবেনা।

আমি কৈলাম আমার চেয়ে ম্যালা সিনিয়র সিটিজেন আছে যারা এখনো বিয়া করে নাই। আংকেল কয় তাদের জন্যই ত সমাজ টা আজ কলুষিত। বয়স থাকতে অন্যের বউ বেটিরে জ্বালায়। বয়স গেলে বিয়া করে এরপর বউ চালাইতে পারে না তাদের বউ অন্যের লগে সিসটেম করে। এরপর আংকেল কয় কোন রকম ঘটনা অথবা দুর্ঘটনা ক্রমে যদি তুমার ২৭ বছর পার হয় তবে বিয়ার নাম আর মুখে ও আনবা না... আমি কৈলাম আংকেল আপনার পুলার বয়স কত? আংকেল কয় ২৩ বছর ।

ইলেট্রিক্যালে বি.এস.সি পড়তেছে। ও চাকরি পাক অথবা না পাক ২৫ বছরেই ওরে বিয়া দিমু । প্রেমিকা থাকলে প্রেমিকার লগেই না থাকলে দেখেশুনে দিয়া দিমু... ইনশাআল্লাহ্। আমি মনে মনে কৈলাম ইয়া আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে এইরকম একপিস পিতা দিয়া দিও। যারা পিতা হিসেবে পাইবো না তারা যেন আংকেল হিসেবে পায়।

;-)" ফেসবুক পেজঃ প্রেম নয়, বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুনhttp://www.facebook.com/prem.noy.bie ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।