আমাদের কথা খুঁজে নিন

   

গিগাবাইটের উন্নত গ্রাফিকস কার্ড বাজারে

সম্প্রতি বাজারে এসেছে গিগাবাইট জিভি-এন৭৭০ওসি-৪জিডি মডেলের গ্রাফিকস কার্ড। জিফোর্স জিটিএক্স ৭৭০ চিপসেট সম্পন্ন এ গ্রাফিকস কার্ডে রয়েছে ৭০১০ মেগাহার্টজ মেমোরি ক্লক, ২৮ ন্যানোমিটার প্রসেস টেকনোলজি, ৪০৯৬ মেগাবাইট মেমোরি, ২৫৬ বিট মেমোরি বাস, ডিডিআর ফাইভ টেকনোলজি এবং ডাইরেক্ট এক্স ১১.১ সাপোর্ট সুবিধা।

পেশাদার গ্রাফিকস ডিজাইনার, অ্যানিমেটর ও গেমারদের জন্য এ গ্রাফিকস কার্ডটি। গ্রাফিকস কার্ডটির দাম ৪৫ হাজার টাকা। গ্রাফিকস কার্ড কিনলে অপটিক্যাল মাউস ও তিন বছরের বিক্রয়োত্তর সেবার  ঘোষণা দিয়েছে এর বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। (বিজ্ঞপ্তি)

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।