আমাদের কথা খুঁজে নিন

   

জননী সাহসিকা কবি সুফিয়া কামাল

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও সুফিয়া কামাল’ শীর্ষক এক আলোচনা সভা করেছে।

গত বৃহস্পতিবার ‘ছায়ানট সংস্কৃতি ভবনে’ কবির আদর্শে বলিয়ান হয়ে দেশে গণতন্ত্র, সম্প্রীতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সকল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলনের আহ্বান জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সভায় উপস্থিত ছিলেন আসক এর নির্বাহী পরিচালক ও মহিলা পরিষদের সভাপতি সুলতানা কামাল, বিশিষ্ট লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব জনাব মুফিদুল হক, মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি ড. মালেকা বেগম এবং ফৌজিয়া মোসলেম।

উল্লেখ্য, সভায় গণসংগীত পরিবেশনের পাশাপাশি সভায় উপস্থিত অতিথীগণ সুফিয়া কামালের সংগ্রামী জীবন থেকে আলোকপাত করেন। সভায় আলোচকরা সুফিয়া কামালের জীবনের নানা দিক নিয়ে আলোচনার মাধ্যমে বাংলার এ জননী সাহসিকার গৌরবগাঁথা বর্ণনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।