আমাদের কথা খুঁজে নিন

   

মুরগী কোথায়?


ডাকপিয়নের একটি মজাদার ডাকবিলি চিরকুট ইংল্যান্ডে বেশ সাড়া জাগিয়েছে। সমারসেটের বাড়িতে, ‘উইন্ডমিল’ নামক মুরগীর মালিক, ল্যান প্রেস্টন চিরকুটটি পেয়ে তো অবাক। চিরকুটে লেখা ছিলঃ “আমি আপনার মুরগী পালিয়ে যেতে দেখেছি। আপনার বাগান থেকে লাফিয়ে ওটা আপনার প্রতিবেশীর উঠোনে প্রবেশ করেছে, আনুমানিক ১:১৫ মিনিটে। আইটেম নম্বর--- একটি মুরগী ডাকবিলি করা যাইনি---□√ বেশি বড় □সীলবিহীন □ভুল ঠিকানা মিডিয়াতে মুরগী হারানোর বিজ্ঞপ্তি দিয়েছেন ল্যান।

তিনি বলেছেন, ‘আমি জানতে চাই কে ছিল সে যে আমার মুরগী দেখেছিল। ‘উইন্ডমিল’ কি আদৌ রাস্তা পার হয়েছিল কিনা? আমার পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাঁর egg-xtra সেবা প্রদানের জন্যে। ল্যান এখন ডাকপিয়নকে খুঁজছেন। হ্যাঁ, এই সত্যিকার গল্পে রয়েছে একটি নিরুদ্দেশ মুরগী ও একজন নিরুদ্দেশ ডাকপিয়ন। সত্যি কথা বলতে কী এটা বইয়ের ছবির মত গল্প যা সবাই পড়তে চাইবে।

ব্রিটিশ রয়াল ডাকবিভাগ আদা জল খেয়ে মাঠে নেমেছেন ডাকপিয়নের খোঁজে। আপনি কি বলতে পারেন মুরগী কোথায়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.