আমাদের কথা খুঁজে নিন

   

পঙ্গু ১২ শ্রমিক পেল কৃত্রিম হাত-পা, আর্থিক অ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পঙ্গু হাসপাতাল ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে হাত-পা পেলেন সাভারের রানা প্লাজা ভবন ধসের শিকার ১২ জন পঙ্গু শ্রমিক। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে ব্র্যাকের লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারে রানা প্লাজার ১২ শ্রমিককে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসহ প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ডা. মো. শাহিনুল হক রিপন জানান, তারা ১১ জন শ্রমিককে হাত (মেকানিক্যাল আপার লিম্ব) এবং একজনকে পা প্রতিস্থাপন করে দিয়েছেন। জানা যায়, যুক্তরাজ্য থেকে আনা কৃত্রিম হাতটি আধুনিক প্রযুক্তিনির্ভর। যার তিনটি আঙ্গুল নাড়ানো যায়। এর বাইরে ব্র্যাকের সহায়তায় প্রত্যেক শ্রমিকের ব্যাংক হিসাবে এক লাখ টাকা করে জমা হয়েছে। যা থেকে এ শ্রমিকরা প্রতি মাসে ১ হাজার টাকা করে মুনাফা তুলতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য) ডা. জুলফিকার আলী লেনিন, পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভি ও ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমেদ মোশতাক রাজা চৌধুরী প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.