আমাদের কথা খুঁজে নিন

   

কম দামেই মিলবে ফোরজি স্মার্টফোন!

কম দামেই কেনা যাবে ফোরজি নেটওয়ার্ক সমর্থনযোগ্য স্মার্টফোন। আগামী বছর দেড়েকের মধ্যেই ১০০ মার্কিন ডলার মূল্যের ফোরজি সুবিধার স্মার্টফোন বাজারে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে মোবাইলের চিপসেট নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ব্রডকম।
ব্রডকম মোবাইলের জ্যেষ্ঠ পরিচালক মাইকেল সেভিয়েলো সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, মার্কিন মোবাইল অপারেটররা ১০০ ডলারের মধ্যেই ফোরজি সুবিধার স্মার্টফোন চান। ক্রেতাদের আগ্রহের কথা ভেবে শিগগিরই সাশ্রয়ী দামে ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরির কাজে এগিয়ে আসবে মুঠোফোন নির্মাতারা।
থ্রিজির চেয়ে ফোরজি প্রযুক্তিতে প্রায় পাঁচগুণ দ্রুত তথ্য স্থানান্তর করা সম্ভব হয়।

কিন্তু ফোরজি সমর্থনযোগ্য স্মার্টফোনের দাম সাধারণের হাতের নাগালের বাইরে। ফোরজি সমর্থনযোগ্য অধিকাংশ স্মার্টফোনের দাম ৫০ হাজার টাকার বেশি। তবে বর্তমানে থ্রিজি সমর্থনযোগ্য স্মার্টফোনের দাম কমতে শুরু করেছে।
সেভিয়েলো জানান, সাশ্রয়ী দামের ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরিতে বিশ্বের নামকরা ব্র্যান্ডগুলোর আগ্রহ না থাকলেও স্থানীয় ব্র্যান্ডগুলো এগিয়ে আসতে পারে। তাই নামকরা ব্র্যান্ডগুলোর তৈরি স্মার্টফোনের পাশাপাশি অপরিচিত অনেক ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন মানুষের হাতের নাগালে চলে আসবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।