আমাদের কথা খুঁজে নিন

   

আজ স্থায়ী পে কমিশনের ঘোষণা



আজ স্থায়ী পে কমিশনের ঘোষণা বর্তমান প্রতিবেদক সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী পে কমিশন ঘোষণা করা হচ্ছে আজ। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্য দূর হবে। এছাড়া এ সপ্তাহেই প্রকাশ করা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর গেজেট। পে কমিশন এবং পে-অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করা হবে। দুই কমিশনেরই চেয়ারম্যান থাকছেন একজন।

১৫ সদস্যের এ দুই কমিশনের মেয়াদ হবে ছয় মাস। আইনি জটিলতার কারণে এখন অস্থায়ী থাকলেও আগামী সরকার এসে এটিকে স্থায়ী করবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পে-কমিশন গঠন করা হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে সুপারিশ করার জন্য। আর পে-অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করা হবে মূলত বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করতে। গত সপ্তাহে পে-কমিশন অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ নভেম্বর অনুমোদন করেন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে পে-কমিশন এবং পে-অ্যান্ড সার্ভিস কমিশনের প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিন্ন বেতন কাঠামো সংক্রান্ত দুটি পৃথক গেজেট এ সপ্তাহে জারি করা হচ্ছে। ১৪ নভেম্বর ফাইল দুটি অনুমোদন করা হয়। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন ৯৩ হাজার ৭৫০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি বেতন স্কেলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন বেতন কাঠামোতে বর্তমানে বিদ্যমান ১৯টি বেতন স্কেলকে সমন্বয় করে ১১টি স্কেল করা হয়েছে। নতুন স্কেলে কর্মকর্তা-কর্মচারীরা যাতে বর্তমানের চেয়ে বেতন কম না পান সেটা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বেতন নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্য সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিষ্পত্তি করবে। একইসঙ্গে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব তহবিল থেকে আয়কর প্রদানের বিধান রাখা হয়েছে নতুন বেতন কাঠামোতে।

অনুমোদিত নতুন বেতন কাঠামোতে মহা-ব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৫৫ হাজার টাকা, উপ-মহাব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৪৫ হাজার টাকা, সহকারী ব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৩৬ হাজার টাকা, সিনিয়র প্রিন্সিপাল অফিসারের প্রারম্ভিক বেতন ৩০ হাজার টাকা, প্রিন্সিপাল অফিসারের প্রারম্ভিক বেতন ২৪ হাজার টাকা, সিনিয়র অফিসারের প্রারম্ভিক বেতন ১৮ হাজার টাকা, অফিসারের প্রারম্ভিক বেতন ১৫ হাজার টাকা, জুনিয়র অফিসারের প্রারম্ভিক বেতন ১২ হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট অফিসার (গ্রেড-১/ইউডিএ), অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-১/এলডিএ, সমমান (টাইমস্কেল) প্রারম্ভিক বেতন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিএলডিএ/ড্রাইভার/কেয়ারটেকার-১, কেয়ারটেকার-২ এর প্রারম্ভিক বেতন ৮ হাজার টাকা, সাপোর্ট স্টাফ-১, সাপোর্ট স্টাফ-২, সাপোর্ট স্টাফ-৩, এমএলএসএস/সমমান প্রারম্ভিক বেতন ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই বেতনের সঙ্গে বিধি অনুযায়ী, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, ১০ শতাংশ চিকিত্সা ভাতা ও ১০ শতাংশ হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। source : http://e.dailybartoman.com/2013/11/24/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।