আমাদের কথা খুঁজে নিন

   

আরো সময় চান এরশাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে তিনি বলেন, “ইট’স ইম্পসিবল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জন্য জাতীয় পার্টি কোনভাবেই প্রস্তুত নয়। ”
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমাদের মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল ২৫ তারিখ।

ইতোমধ্যে প্রার্থীদের ব্যাপক আগ্রহের কারণে ২ দিন বাড়ানো হয়েছে। এরপর ২৭ তারিখ থেকে ৩০ তারিখ মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের শেষ দিন ছিল, তাও ২ দিন বাড়ানো হয়েছে। এরপর আসে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া।
“আর এদিকে নির্বাচন কমিশন বলছে, ২ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। এটা কিভাবে সম্ভব,” প্রশ্ন রাখেন এরশাদ।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।