আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাচ পাতানো নিয়ে রফিকের ‘বোমা’

গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম কিংস-ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ নিয়ে তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। সেদিন গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্ব করা মোহাম্মদ আশরাফুলের ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা নিয়ে ক্রিকেটাঙ্গনে এখন জোরালো গুঞ্জন। রফিক অবশ্য আশরাফুলের সঙ্গে কোনো বাজিকরের পরিচয় ছিল কিনা তা জানাতে পারেননি। তিনি বলেন, “সেই ম্যাচের আগে গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেনের রুমে কয়েক দফা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি এবং কোচ ইয়ান পন্ট ছিলাম না।” “বৈঠকে ছিলেন দলের কয়েক জন খেলোয়াড় এবং মালিক পক্ষের কয়েক ব্যক্তি। পরে কয়েক জন খেলোয়াড়ের কাছ থেকে জানতে পারি, মালিক পক্ষ নাকি ম্যাচটি ছেড়ে দিতে বলেছিলেন।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.