আমাদের কথা খুঁজে নিন

   

Hay, I am learning "IslamicBangla"



রোগ নির্ণয় পদ্ধতি ক) ইনভিভো প্রসিডিউরসঃ সিন্টিগ্রাফী সেকশনে ব্রেইন, বোন, লিভার, হেপাটোবিলাযারী, কিডনী (DTPA, DMSA Scan), কার্ডিয়াক, লিম্ফোসিন্টিগ্রাফী, জিআই ব্লিডিং, থাউরয়েড , প্যারা থাইরয়েড, সেলিভারী এবং টেস্টিকুলারসহ প্রায় সব ধরনের সিন্টিগ্রাফী পরীক্ষা । খ) ইন ভিট্রো প্রসিডিউরসঃ রক্তের বিভিন্ন প্রকার হরমোন যেমন T3, T4, TSH, FT3, FT4, FSH, LH, Oestrogen, Progesterone, Prolactin, Testosterone, PSA, Tg, Calcitoninইত্যাদি পরীক্ষা । গ) আল্ট্রাসনোগ্রাফী ও কালার ডপলার আল্ট্রাসাউন্ডঃ ইনভিভো প্রসিডিউর এর পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফী ও কালার ডপলার আল্ট্রাসাউন্ড রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যনত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শরীরের বিভিন্ন অরগানের যেমন- লিভার, কিডনী, পিত্তথলি, জরায়ু,ডিম্বাশয় প্রোস্টেট, ব্রেস্ট, থাইরয়েড ইত্যাদি পরীক্ষাগুলো করা হয়। ঘ) বোন ডেনসিটোমেট্রি: এই পদ্ধতিতে হাড়ের ঘনত্ব এবং হাড়ের ক্ষয়জনিত রোগ Osteoporosis/osteopania রোগের শুরুর দিকেই নির্ণয় করা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।