আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২৫

নোয়াখালীতে অবরোধ কর্মসূচি পালনের সময় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন, সকাল সাড়ে ৯টার দিকে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা জেলা শহর মাইজদীতে মিছিল বের করলে জামে মসজিদ মোড়ে পুলিশ তাদের লাঠিপেটা, গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কলিম উল্লা, শহর যুবদলের সধারণ সম্পাদক মনির উদ্দিন, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম নিজামসহ ২৫ জন নেতাকর্মী গুলিবদ্ধি হন। তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিস্তল ও শর্টগান থেকে ৩০ রাউন্ড গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.