আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরায় পুলিশের বাইকে আগুন, এটিএম বুথ ভাংচুর

মঙ্গলবার সকালে দক্ষিণ খান এলাকায় দুটি এটিএম বুথেও ভাংচুর করা হয়েছে।
উত্তরা থানার পরিদর্শক (পেট্রোল) আমিনুল হক জানান, সকাল পোনে ১১টার দিকে উত্তরা ছয় নম্বর সেক্টরের পাশে রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে নাশকতার চেস্টা চালায় অবরোধকারীরা।
এ সময় তারা দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ কাজীর মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। তাদের ছোড়া ইটের আঘাতে কায়কোবাদ আহতও হন।
পরে ঘটনাস্থল থেকে মো. মিন্টু (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ।

তার বাড়ি ভো্লার বোরহানউদ্দিন উপজেলায়।
আহত কায়কোবাদ জানান, সকালে রেল লাইন অবরোধের খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।
এ সময় অবরোধকারীরা পুলিশের দিকে হাতবোমা ও ঢিল ছুড়ে ওই এলাকা থেকে সরে পড়ে। যাওয়ার সময় তারা কয়কোবাদের মোটরসাইকেলে আগুন দেয়।
পরিদর্শক কায়কোবাদ জানান, ইটের আঘাতে তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন।

তিনি উত্তরার ‘কেয়ার পয়েন্ট হাসপাতালে’ চিকিৎসা নিচ্ছেন।
 
এর আগে সকাল ১০টার দিকে দক্ষিণখান রেল লাইনের পাশে ‘ব্র্যাক শপিং সেন্টারে’ ডাচ বাংলা ব্যাংক ও ব্রাক ব্যাংকের দুটি এটিএম বুথে ভাংচুর চালানো হয়।    

ব্র্যাকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী সুরুজ গাজী ও ডাচ বাংলা ব্যাংকেরর শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল যুবক এসে ঢিল ছুড়ে বুথের কাচ ভেঙে পালিয়ে যায়।       

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.