আমাদের কথা খুঁজে নিন

   

আয় ব্যয়ের সূচক

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নাতো আয়, ব্যয়ের সূচক উধ্বগামী জীবন চলা দায়। দামের ঘোড়া লাগামহীন দিচ্ছে নিত্য লাফ, নীচের দিকে নামতে দেখি ক্রমেই আয়ের ধাপ। বাসাভাড়া পড়ার খরচ যাচেছ ক্রমে বেড়ে, যাতায়তের নিত্য খরচ ঘুম নিয়েছে কেড়ে। বাসা যেন বাসাতো নয় ছোট্ট ঝুপরি, মাসের শেষে ঐটুকু আয় নেইতো উপরি। ইচ্ছে করে জীবন ছেড়ে অচিন দেশে ছুটি, বড়ই হচেছ রাঘব বোয়াল রূগ্ন চুনোপুঁটি। আয়ের এমন দশা নিয়ে যায় না স্বপ্ন আঁকা, শহর কেন? গ্রামেও বোধহয় আর যাবে না থাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।