আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ -ভারতের আনাচে কানাচে

একদমই ফটোগ্রাফার নই । ফোটোগ্রাফি এর নেশাও নেই । তাও ভেবে দেখলাম কম ছবি তুলিনি । তারমধ্যে থেকে বিভিন্ন সময়ে তোলা কয়েকটা ছবি । এই ছবিটা তখন কার তোলা যখন সন্দাখ্ফু ট্রেকিং করতে আমরা বের হয়েছিলাম ।

কাঞ্চনজঙ্গা এর এক সুন্দর ভিউ পেয়ে গেলাম । স্থান -সন্দাখ্ফু বেস পয়েন্ট ,নেপাল । মান্গ্রভ অরণ্যের মধ্যে স্পিড বোট এ । স্থান-মিডিল আন্দামান । জাহাজে করে যেতে যেতে একটি দ্বীপের দেখা ।

নাম- নীল্ আইল্যান্ড । স্থান -বঙ্গোপ সাগর ,ইন্দোনেশিয়া থেকে ৩০০ মাইল দুরে । আমি যখন একা থাকতাম ,আমার ফ্ল্যাট থেকে নেওয়া গঙ্গার ছবি । আমার ফ্লাটের বারান্দা থেকে একটি প্রাচীন নীলকর সাহেবের কুঠি দেখা যেত । এক বৃষ্টির দিনে ....... একটি বাঙ আর দুটি সেসনা এয়ারক্রাফট কে দেখে মনে হয়েছিল দুটিই উড়ার জন্য রেডি ।

ছবিটার নাম "টেক অফ "। স্হান -ইয়াস এয়ার ফ্লাইং ক্লাব । আগ্নেয়গিরি এর পাদদেশে ছবি গুলো সব সেল ফোনে তোলা । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।