আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির অপেক্ষায় প্রাচীর তিন সিনেমা

প্রাচী গ্লিটজকে জানান, ২০১০-২০১১ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘হরিজন’। এ সিনেমাতে তিনি অভিনয় করেছেন ভাগ্যলক্ষ্মী চরিত্রে। সিনেমাটিতে সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন প্রাচী। তার বিপরীতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
প্রাচী বলেন, “চরিত্রের প্রয়োজনে ঢাকা ও টাঙ্গাইলের হরিজন সম্প্রদায়ের সঙ্গে মিশে গিয়েছিলাম।

খুব কাছ থেকে তাদের জীবনযাত্রা দেখেছি। এ চলচ্চিত্রে ভাগ্যলক্ষ্মী চরিত্রের মাধ্যমে একটি সুবিধাবঞ্চিত সম্প্রদায়ে নারীর অবস্থান তুলে ধরা হয়েছে। ”



সিনেমাটির শুটিংয়ে প্রত্যক্ষ সহযোগিতা করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ সিনেমাতে প্রাচী অভিনয় করেছেন জীবনযুদ্ধে বিধ্বস্ত এক মায়ের চরিত্রে। এতে দেখা যাবে, দুই সন্তানের মা প্রাচী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন।

তখন মাকে বাঁচাতে পথে নামে দুই সন্তান।



সরওয়ার তমিজের ‘চিঠি আসে’ সিনেমায় প্রাচী অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে।
মোরশেদুল ইসলাম পরিচালিত ‘দুখাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রাচী। সিনেমাটির পার্শ্বচরিত্রে অভিনয় করে ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর তিনি অভিনয় করেছেন ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’, ‘মনের মানুষ’, ‘শিখণ্ডী কথা’, ‘¯^প্নডানা’, ‘কারিগর’ ও ‘অন্ধ নিরঙ্গম’ সিনেমায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।