আমাদের কথা খুঁজে নিন

   

১০ জনকে চিহ্নিত করেছি: মহিউদ্দিন

বিএনপির হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে আওয়ামী লীগের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “চট্টগ্রামে ১০ জন কুখ্যাত তথাকথিত নেতা ধ্বংসাত্মক রাজনীতি করেন। তাদের চিহ্নিত করে ফেলেছি। তাদের ঠিকানাও জানা আছে। ”
তাদের নাম উচ্চারণ না করে তিনি বলেন, “যদি আর জ্বালাও পোড়াওয়ের অপরাজনীতি করেন, তাহলে তাদের বাড়ি-গাড়ি-সম্পদে আগুনের বিরুদ্ধে পাল্টা আগুন জ্বলবে।


“আমরা ননীর পুতুল নই। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এদেশকে ধ্বংসের রাজনীতি থেকে রক্ষার জন্য ঘরে ঘরে আদর্শিক অস্ত্র আছে,” বলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, “বিএনপি একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে মাঠে নেমেছে। তারা ভোট চায় না, সন্ত্রাস ও নৈরাজ্য চায়।


নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।