আমাদের কথা খুঁজে নিন

   

ওহে গুলঞ্চ শীত দেখো উত্তরে বইছে কেমন ঊনপঞ্চাশ বায়ু...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

১। পথে কত অদ্ভুত চিত্র দেখি আট রাজহাঁস উল্টো ঝুলে পার হয় রাজপথ, মাথায় আয়না বেঁধে ঘোরে মাঝ বয়সি পুরুষ, অফিসে অফিসে চিত্রা আলোচ্য হলে মর্ত্যে নেমে আসে স্নান রতি বিজয়িনী! ২। কেন আমি দূরে সরে যাই আনন্দতা তোমাকে ডুবিয়ে রাখি সরোবরে.. তারপর ক্রমে দূরে সরে যাই। আনন্দতা আমার কোমল কষ্টেরা আর রঙীন প্রবল ভুল একই রকম, একই রকম জানো? কেঁপে কেঁপে উঠি। শেষাবধি ভুলগুলো ভুলই রয়ে গেলো... ৩।

ছোট্ট কবিতার মত হঠাত্‍ কোন চিঠি চলেই আসে। সাইবেরিয়ায় খুব শীত। অথচ এবার নাকি আর আসছেনা কোন অতিথি পাখি! সব প্রেম সমুদ্রে গেলে জলজ গাছেরা মৈনাক। থাক এভাবেই প্রেমেরা বেঁচে থাক নীল মাছি হয়ে। হঠাত্‍ হঠাত্‍ কোন ছুটির সকালে গতকালের না পড়া চিঠিটা পড়লে বুঝতে পারি প্রেম ছিল আশেপাশের সরু গলিতে।

মুখ ফিরিয়ে আছি। কাছাকাছি তবু প্রেম ছিল আছে থাকে! অতীতের প্রেম অতিথি পাখি... ৪। এ শহরে জন্ম নেবে নয়নতারা বহুবার অলিগলির মুখগুলো বন্ধ হয়েছে স্বশরীরে। চোখ বন্ধ করলেই আমি দেখতাম অতীত। আমার যে অংশ পুড়ে গেছে আগুনে! মিছিলে মিছিলে এক রাতে।

আমাকে বিছিয়ে দিলে পথ আমি শপথ নিয়েছি। উড়ে গেছি। তারপর এক মসজিদে বসে আমাকে বলেছে আমার বাবা ,খুন হয়ে গেছে তোর ছেলে, মরে গেছি আমি। রেলগেটের মাথার উপর তখন এক নীল রাত! ডুমো মাছি তারা হয়ে গেছে। তারারা ফুল!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।