আমাদের কথা খুঁজে নিন

   

তেল রপ্তানিতে ধাক্কা খেলো ইরান

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো ইরানের তেল রপ্তানি ৪০ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কড়া নিষেধাজ্ঞার আঘাত বেশ জোরেশোরে এসে লেগেছে দেশটির অর্থনীতিতে। খোদ তেলমন্ত্রী রোস্তাম কাসেমির মুখ থেকে বের হয়েছে এই স্বীকারোক্তি। ইরানের সংসদের বাজেট কমিশনের সামনে দেওয়া বক্তব্যে কাসেমি জানিয়েছেন, তেল বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। এবং তেল বিক্রি বাবদ অর্থ উপার্জন নেমে গেছে ৪৫ শতাংশ।

ইরানের এক সংসদ সদস্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সেদেশের ইরানি সংবাদ সংস্থা ইসনা। ইরানি তেল মন্ত্রীর এই স্বীকারোক্তি বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিনি গত কয়েক মাস ধরে দাবি করে আসছিলেন যে, পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা ইরানের তেল বাণিজ্যে কোন প্রভাব ফেলতে পারবে না। গত মাসে ইরানের অর্থনীতি মন্ত্রী শামসেদ্দিন হোসেইনি অবশ্য স্বীকার করেছিলেন যে নিষেধাজ্ঞার কারণে তেল থেকে আসা আয় শতকরা ৫০ ভাগ কমে গেছে। ওপেক এবং আন্তর্জাতিক জ্বালানী সংস্থার তথ্য মতে, ২০১১ সালে ইরানের ক্রুড তেল উত্তোলনের পরিমাণ ছিল দিন প্রতি ২.৪ মিলিয়ন ব্যারেল। গত বছরের শেষ নাগাদ সেটা প্রায় এক মিলিয়ন ব্যারেলে কমে আসে।

২০১১ সালে দেশটির মোট বাজেটের শতকরা ৬০ ভাগই এসেছে তেল বিক্রির আয় থেকে। তখন সৌদি আরবের পরেই সবচেয়ে বেশি তেল উত্তোলন করত ইরান। তবে এখন এই ক্ষেত্রে ইরাক এবং কুয়েতের চেয়েও পিছিয়ে পড়েছে তারা। গত বছরের জুলাই মাস থেকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ইরানের সঙ্গে লেনদেন করায় অনেক আর্থিক প্রতিষ্ঠানের ওপর কড়াকড়ি আরোপ করে পশ্চিমা দেশগুলো।

এর ফলে আন্তর্জাতিক বাজারে লেনদেন করা কঠিন হয়ে পড়েছে ইরানের জন্য। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলো ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে দেশটির ওপর। খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।