আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা তোমাকে



জানি তুমি ভাব তোমাকে ভালোলাগা অর্থ শুধু তোমার কথা ভালো লাগা। হয়তো এটাও ভাব তোমার হাসিটাই শুধু ভালো লাগে খুব। এটা কী জানো? ভালো লাগার কোনোও নিয়ম নেই। কোনোও সূত্র নেই। নেই কোনও উত্তর ঐ প্রশ্নের "আমাকে ভালো লাগে কেন?" ভালোলাগা শুধু ভালো লাগা।

সবকিছু ভালোলাগা। তোমার দোষ, তোমার গুন সব। ভালো লাগা তোমার স্পর্শ। অথবা তার ইচ্ছে পোষন। ভালো লাগা তোমার ঠোটের রং।

তোমার গালের ভাজ, আকা বাকা ভ্রু। ভালোলাগা তোমায় সাদা শাড়ি লাল পেরে সাজে, রক্তিম ঠোট। হ্যা কেন নয়? ভালো লাগা বৃষ্টি স্নাত সবুজ শাড়িতে দেখা তোমার ভেজা তনু। সবকিছু মিলে ভালোলাগা। সব কিছু মিশে ভালোবাসা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।