আমাদের কথা খুঁজে নিন

   

বৃহস্পতিবারের পরীক্ষা শনিবার

এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শনিবার সকাল ১১টায় শুরু হবে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। বুধবার বিকালে ১৮ দল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিল।
বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে ধর্ম এবং ইবতেদায়িতে কুরআনও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। অবরোধের কারণে বুধবারের পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দুটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এনিয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর চারটি পরীক্ষা পিছিয়ে গেল। গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। বিরোধী দলের হরতালের এর আগে জেএসসি-জেডিসির ১৭টি বিষেয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের এবং এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।