আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে !


১৮ প্রপেলার একটি দৃষ্টিনন্দন হেলিকপ্টার তৈরি করলেন জার্মান প্রকৌশলী গণ। তবে বিদ্যুৎ চালিত হেলিকপ্টারটি নাম রাখা হয়েছে ভলোকপ্টার । প্রথম দর্শনই এটি নজর কারে পাশ্চাত্যের প্রযুক্তি প্রেমিকদের। তিন জন জার্মান প্রকৌশলীর মিলিত শ্রম এই বৈদ্যুতিক হেলিকপ্টার। এরা হলেন স্টিফেন উলফ থমাস সেনকেল , আলেকজেন্ডার জোসেল।

স্টিফেন উলফ একজন সফটওয়ার প্রকৌশলী। তিনি ভলোকপ্টারটির নকশা করেন। ভলোকপ্টারে ১০০ কেজি ওজনের ব্যাটারি রয়েছে। পুরো চার্জে ভলোকপ্টার দুজন যাত্রী নিয়ে ঘণ্টায় ৭০ কিমি বেগে ছুটতে পারে। ভলোকপ্টারের ওজন ৩০০ কেজি।

বর্তমানে এটি ২০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে। প্রথম পরীক্ষায় ২০ মিটার উঁচু পর্যন্ত উড়ায় উৎসাহিত হোন এর প্রকৌশলীরা। হালকা কার্বনের ফ্রেম দিয়ে তৈরি হয় ভলোকপ্টারে প্রপেলার। আধুনিক নেভিগেশন যুক্ত করা হয় এতে। ভলোকপ্টার নির্মাণে খরচ হয়েছে ৪ মিলিয়ন ইউরো(৫৪ লাখ ডলার)।

তবে এ দাম কমে যেতে পারে । । ই ভলোর প্রধান নির্বাহী স্টিফেন উলফ বলেন, এক সময় মানুষ গাড়িতে ভ্রমণ করতে চাইবে না। তারা চাইবে কোনো এয়ারক্রাফটে চড়ে ভ্রমণ করতে। সাধারণ হেলি কপ্টারে উড়া কঠিন, কিন্তু ভলোকপ্টারে উড়া পাইলটদের জন্য সহজ এবং খরচ কম।


 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.