আমাদের কথা খুঁজে নিন

   

ইতালির সংসদ থেকে বারলুসকোনিকে বহিষ্কার

কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায়, ইতালির সংসদ থেকে বহিষ্কার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। আজ বুধবার তাকে পার্লামেন্টে আসন লাভের অযোগ্য ঘোষণা করেন দেশটির সিনেটের স্পিকার। বিবিসি।

বিশ্লেষকরা বলছেন, এতে চরমভাবে হোঁচট খেল বারলুসকোনির ২০ বছরের রাজনৈতিক জীবন। একইসঙ্গে বিচার থেকে অব্যাহতি লাভেরও সুযোগ হারালেন বারলুসকোনি।

ফলে তার বিরুদ্ধে ঝুলে অন্য মামলায়ও যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বহুল বিতর্কিত এই নেতা।

বারলুসকোনির বিরুদ্ধে এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রোমে বিক্ষোভে জড়ো হয় তার সমর্থকরা। তাদের উদ্দেশে বারলুসকোনি বলেন, ‘গণতন্ত্রের জন্য এ এক শোকাবহ দিন। পার্লামেন্টের বাইরে থেকেই লড়াই চালিয়ে যাব। আমাদেরকে মাঠে থাকতে হবে।

দলের নেতা আর সিনেটর না থাকলে তাতে কি? আমাদের উধাও হওয়া চলবে না। ’

কর জালিয়াতি না করার ব্যাপারে নতুন তথ্যপ্রমাণ পেয়েছেন দাবি করে বারলুসকোনি এর আগে সিনেটরদেরকে ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাঁকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাবের বিরুদ্ধে নানা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তার সমর্থকরাও। কিন্তু এসবকিছু উপেক্ষা করেই বারলুসকোনিকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ২০১২ সালের অক্টোবরে কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বারলুসকোনি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.