আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইফাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানার অ্যাপ- ওয়াইফাই ওভারভিউ ৩৬০!


উইগেটসহ ওয়াইফাই ওভারভিউ ৩৬০ (WiFi Overview 360) অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যার সাহায্যে সহজেই আশেপাশে কোন ওয়াইফাই নেটওয়ার্ক আছে কিনা তা জানানোর পাশাপাশি নেটওয়ার্কগুলোর বিস্তারিত বিবরণ দেয়া থাকে। এমনকি আপনার পূর্বে ব্যবহৃত ডব্লিউল্যান বা ওয়াইফাই (এসএসআইডি), সিগন্যালের বর্তমান অবস্থা, চ্যানেল নাম্বার, এনক্রিপশন (পাসওয়ার্ডযুক্ত বা ফ্রি)। সিএইচ-চেক বা চ্যানেল চেকার এবং সিএইচ.রাডার (চ্যানেল রাডার) এই দুটি ট্যাব খুবই শক্তিশালী টুল আপনার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক অপটিমাইজ করার জন্য।
এর প্রধান প্রধান বৈশিষ্ট্য বা ফিচারগুলো:-
১. ওয়াইফাই স্ক্যানার (WiFi Scanner), ২. ডব্লিউল্যানের (WLAN) বিস্তারিত তথ্য দেখায়, ৩. ম্যানুয়্যালি ডব্লিউল্যান যুক্ত করা যায়, ৪. সীমাহীন নেটওয়ার্ক তালিকা দেখায় এটি, ৫. গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন (Graphical Representation) দেখায়, ৬. চ্যানেল চেকার (Channel Checker) রয়েছে সবচেয়ে ভালো চ্যানেল নির্বাচনের জন্য, ৭. ২×১ সাইজের উইগেট (2×1 size widget),
এছাড়াও রয়েছে আরো অনেক ট্যাব। যা দিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যাবে ডব্লিউল্যান নেটওয়ার্ক সম্পর্কে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ওয়াইফাই ওভারভিউ ৩৬০
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে : পিসি েহেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.