আমাদের কথা খুঁজে নিন

   

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচলে স্থবিরতা

দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বারখ্যাত মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দক্ষিনাঞ্চলের ২১ জেলা থেকে কোন পরিবহন রাজধানীর উদ্দেশে ছেড়ে না আসার কারণে কাওড়াকান্দি ঘাট অচল প্রায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ছোট ও হালকা ধরনের ৬/৭টি যানবাহন নিয়ে মাত্র একটি ফেরি কাওড়াকান্দি থেকে ছেড়ে গেছে।

অন্যদিকে মাওয়া ঘাট থেকে এ পর্যন্ত কোন ফেরি কাওড়কান্দি ঘাটে আসেনি। ফলে কাওড়াকান্দি-মায়া নৌরুটের কাওড়াকান্দি ঘাট এলাকায় স্থবিরতার সৃষ্টি হয়েছে।

যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহন সংকটের কারণেই ব্যস্ততম এই নৌ-রুটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে অনেকটা বাধ্য হয়েই বিআইডব্লিউটিসি'র কর্মকর্তারা ১০টি ফেরি উভয় ঘাটে নোঙর করে রেখেছে।

তবে পরিবহনের সংখ্যা বাড়লে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে কাওড়কান্দি ঘাটের আবদুল বাতেন নামের এক কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে লঞ্চ ও স্পীডবোটে অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকায় ঘাট এলাকায় সেগুলো নোঙর করে রাখা হয়েছে। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।