আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামো

টাইফয়েডে আক্রান্ত হয়ে তখন আমি বাসায়, বিছানায় শয্যাশায়ী । একদিন অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম, ইতিপূর্বে এমন স্বপ্ন দেখিনি । স্বপ্নে দেখলাম, ২-৩ বছরের একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে!! সেই মেয়ে আমাকে তার দাদীমা সম্পর্কে অভিযোগ দিচ্ছে যে, তার দাদীমা তাকে চুলে বেণী করে দিচ্ছে না ! ঘুম ভাঙ্গার পর এত্ত খুশি লাগতেছিল যে কি বলব !! আমার মনের গভীরে অনেক আগে থেকেই মেয়ের বাপ হওয়ার খায়েশ!! স্বপ্নে হলেও তো হইছি!! আম্মুকে ডেকে স্বপ্নের কথা বলতেই দেখি আম্মু কানতেছে... কইলাম কি ব্যাপার নাতনী হওয়াতে কি তুমি খুশি হও নাই ??!! আম্মু কিছু বললেন না । স্বপ্ন দেখার পর খুশিতেই মনে হয় তাড়াতাড়ি সুস্থ্য হয়ে গেলাম!! ডিসিশন নিলাম, স্বপ্নে মেয়ের বাবা হওয়ার সুবাদে বন্ধুদেরকে মিষ্টি খাওয়াব! দুই কেজি মিষ্টি নিয়া ক্যাম্পাসে ফিরলাম । যে বন্ধুকে সামনে পাইছি, তাকেই ডেকে মিষ্টি খাইয়েছি । সবাই শুধু জিজ্ঞেস করে, কি উপলক্ষ্যে মিষ্টি খাওয়া ? আমি বললাম কোন কারণ নাই এমনি... পরে কাছের কয়েকজন বন্ধুকে বললাম আসল কারণ । শালারা কারণ শোনার পর থেকে মেয়ের প্রসঙ্গ বাদ দিয়া স্বপ্নে মেয়ের মা হিসেবে কাকে দেখেছি সেইটা শোনার জন্য উঠে-পড়ে লাগল!! মহাবিপদ!! সবাইকে বললাম মেয়ের নাম কি রাখা যায় বের কর । অনেক নাম থেকে বাছাই করে মেয়ের নাম রাখলাম "তাজরিন কবির তানহা" কেমন হইছে মেয়ের নামটা ???? বিঃদ্রঃ বিয়া করি আর নাই করি মেয়ের বাপ তো হইছি !! সেটা স্বপ্নেই হোক সমস্যা নাই !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.