আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে সংঘর্ষে আহত অর্ধশত

সিলেটের বিয়ানীবাজার ও নগরীর হুমায়ুন রশিদ চত্বরে পুলিশের সাথে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে ও সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, সকাল সাড়ে ১০টায় ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা রেল লাইন ও সিগন্যাল পোস্টে আগুন দিয়ে বিক্ষোভ করে। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ঢিল ছুড়ে তারা। এসময় শর্টগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মিছিলে বাধা দেয়ায় বিয়ানীবাজার উপজেলা সদরে ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয় তিনটি ব্যাংকসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।

বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আজ বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে ১৮ দল মিছিল বের করে। এসময় বাধা দিলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য তারা গুলি ছুঁড়ে বলে জানান ওসি। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৪৫ রাউন্ড গুলি ছুঁড়েছে। ১৮ দলের কর্মীরা ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক ও জনতা ব্যাংক লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।