আমাদের কথা খুঁজে নিন

   

এই পোস্টটি পড়ুন ডিজিটাল প্রতারণার হাত থেকে বাচুন

আজকে cellbazar.com থেকে একটা ল্যাপটপ এর অ্যাড পাই,

তারপর সেইখান থেকে নম্বার নিয়ে, তাকে মোবাইল করি দরদাম ঠিক হয় এবং চুক্তিও হয় এবং সব ঠিক ঠাক হয়, সে কুরিয়ার এর টাকা আগে চাই, তাও দেই আমি, তারপর নতুন এক মোড় গুড়ে, সে আরও টাকা দাবি করে তা দিতে আমি আপরগতা জানাই আমি, তখন সে বলে সরি ভাই, আপনার সাথে ডিলটা হল না, তারপর আমি বললাম যে টাকা বিকাশ করেছি তা কি দিবেন না, তখন বলে এইত ডিল আর ব্যাবসা।
তারপর থেকে মোবাইল অফ, এখন পর্যন্ত খুলেনি । আর cellbazar.com থেকে তার পোস্টটি সরিয়ে ফেলে, যদি cellbazar এর কেউ থেকে থাকেন, প্লিজ আমার সাথে একটু কথা বলবেন কি ? তার সাথে কথা বলার সময় কিছুটা রেকর্ড করে রেখেছিলাম, তা শুনতে এই লিংকএ যান। আমার একটা অনুরুধ এদের থেকে সাবধান এবং ডিজিটাল প্রতারণার হাত থেকে বাচুন। প্লিজ অ্যাডমিন ভাই পোস্টটা ডিলিট অথবা যুলুন্ত অবস্থায় রাখবেন না।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।