আমাদের কথা খুঁজে নিন

   

তাইতো রাতজাগা খারাপ কিসের ??? ভালইতো......।

যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি

রাত জাগা পাখি আমি, তাইতো ঘুম আসেনা দুচোখে, কি করা তাই জেগে থাকাই শ্রেয়....রাতজাগা অভ্যাস আমার ছিল এইতো কলেজে পড়ার সময়ও রাত জেগে না পড়ার জন্য কত বকা খেয়েছি, আর এখন বাসায় গিয়ে রাত জাগার জন্য বকা খায়, একেই বলে নিয়তি!!! যার কাছ থেকে রাত জাগা স্বভাবটা পেয়েছি তাকে ধন্যবাদই দিতে হয় কারণ আমি তা উপভোগ করি....এই স্বভাবটা পেয়েছি বলেইতো এখন...জোসনা ভেজান রাতকে উপভোগ করতে পারি, চারিদিকে যখন সুনশান নিরবতা তখন নিজের পছন্দের গানগুলো গাইতে ও শুনতে পারি, ভালবাসার মানুষগুলোর আবেগে ভেসে দুফোঁটা অশ্রু ফেলতে পারি...জীবনের ফেলে আসা দিন গুলোর কথা স্মৃতি পটে ফুটিয়ে তুলতে পারি....নিজের অনাগত ভবিষ্যত নিয়ে ভাবতে পারি....কি পেলাম আর কি পেলামনা তার হিসাব কষতে পারি....আর ফেসবুকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডাতো আছেই.........তাইতো রাতজাগা খারাপ কিসের ??? ভালইতো......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.