আমাদের কথা খুঁজে নিন

   

মুফতি তামিমুল কমরের মতন ঘৃন্য আঞ্চলিকতাবাদীদের মুখোশ খুলে দিন। শাবির ভর্তিপরীক্ষায় রাজনৈতিক ও ছাগু সন্ত্রাসীদের দৌরাত্ম্য মেনে নেয়া হবে না

যখন যা ভাল লাগে তাই, নির্ভাবনার জীবন চাই না। চ্যালেঞ্জ ভাললাগে।

যে সব সিলেটীরা মনে করতেছেন শাবিপ্রবি ও যবিপ্রবি র এক সাথে ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না (কারন যবিপ্রবি নতুন , বুয়েট কিংবা ঢাবি এর সাথে কেন নয় ) এবং ৫০% কোটায় বিশ্বাসী না , তাদের জন্য ... ১) শাবিপ্রবি সাথে যবিপ্রবি র গুচ্ছ পরীক্ষায় কোন অঞ্চলের পরীক্ষার্থীদের ক্ষতি হবে না , বরং সবার লাভ হবে । একসাথে দুইটা ভার্সির পরীক্ষা দিতে পারতেসে । ফলে তার ভর্তি পরীক্ষায় পাশ করার চান্স দিগুন হচ্ছে।

২) যেহেতু শাবিপ্রবি ভাল ভার্সিটি যবিপ্রবি তুলনায় , সেহেতু যারা ভর্তি পরীক্ষা ভালো করবে তারা চাইবে শাবিপ্রবি তে ভর্তি হতে । তাতে শাবিপ্রবি আরো ভালো ভালো স্টুডেন্ট পাবে । এখন আমরা সিলেটীরা যদি মনে করি ভাল স্টুডেন্ট এর দরকার নাই , শুধু আমরাই শাবিপ্রবি তে পড়ালেখা করব তাহলে আরও প্রাইভেট ভার্সিটি তৈরি করে সেগুলোতে ভর্তি হওয়া বেটার , পাবলিক ভার্সিটি কে তার মত চলতে দেন । ৩) আজকে শাবিপ্রবি এত ভালো হওয়ার পেছনে শাবিপ্রবি র টিচার , স্টুডেন্ট ও এনভাইরমেন্ট র জন্যই হয়েছে । আমার দেখা শাবিপ্রবি র প্রতিটা বিভাগের , প্রতিটা ব্যাচের, ১-১০ এর মধ্যে মেধাস্থান অর্জনকারীদের মধ্যে ৩-৪ বা তার ও বেশী সিলেটী ।

সও সিলেটীদের মেধা নিয়ে কার ও কোনো প্রশ্ন নেই । তাহলে সিলেটীদের এত মেধা থাকতে কেন পরীক্ষা নিয়ে এত ভয় ??? কার্টেসিঃ Akm Tufazzul মুফতি তামিমুল কমর নামক এক ছাগু ও যুদ্ধাপরাধী জামাতের সমর্থক ও স্বাধীনতার বিরোধী শাবি ছাত্র গত অনেক দিন ধরেই ক্যাম্পেইন চালাচ্ছে শাবির উপর নাকি সিলেটি ছাড়া কারো হাত নেই। এটি সিলেটের সর্বস্তরের মানুষের মতামত নয়। সিলেটের যারা শাবি ছাত্র ও সত্যিকারের প্রগতিশীল যুবসমাজ ও অভিভাবকগণ যাদের এবার পরীক্ষার্থী আছে সবাই মনে মনে খুশি এটি নিয়ে। কেননা এবারের হরতালে মানুষ মৃত্যুর ঝুকি নিয়ে নানান জায়গায় ভর্তি এক্সাম দিয়েছে যা গুচ্ছ পদ্ধতিতে হলে আর কোন ঝামেলাই হত না।

এই তামিমুল কমরের মতন ছোটলোক ছাগুদের কারনে সিলেটের যে দুর্নাম হয়েছে তার জন্য আমরা সিলেটিরা বাংলাদেশের কাছে ক্ষমা চাই। এইসব তামিমদের চুলকানির জায়গা হচ্ছে জাফর স্যার যিনি বলিষ্ঠ কন্ঠে জামাত শিবির সহ দেশের স্বাধীনতা বিরোধী রাজাকার দের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই এরা জাফর ইকবাল স্যারকে অপদস্থ করতেই এমন করছে। আমরার সিলট বাংলাদেশর রত্ন, ওউ জেলারে লইয়া আমরা গর্ব খরি, কিন্তু দেশর বাকি সবাইরে কুন ভাবেউ আমরা ছুট করি দেকি না। আম্রার মাঝে অতা ছাগলর মাতর কারনে কেউ কষ্ট ফাইয়া থাকলে আম্রারে মাফ করি দিবা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.