আমাদের কথা খুঁজে নিন

   

যদি বি,এন,পি হেরে যায় তখন কি করবে?

i love somewhere blog.

ধরে নিলাম বর্তমান সরকার পদত্যাগ করে বি,এন,পির দাবী অনুসারে নির্দলীয় তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু বি,এন,পি কি হিসাব করে দেখেছে অতীতের জাতীয় চারটি ১৯৯১-১৯৯৬-২০০১-২০০৮ নির্বাচনের ভোট যুদ্ধে ফলাফল। দেখুন তাহলে গত চারটি জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধের ফলাফল । ১৯৯১ সালের নির্বাচন। *************************************** বি,এন,পির অবস্থান প্রাপ্ত ভোটের শতকার হার ৩০.৮% আসন - ১৪০ আওয়ামীলীগের অবস্থান প্রাপ্ত ভোটের শতকরা হার ৩০.১% আসন - ৮৮ জামাত ইসলামী প্রাপ্ত ভোটের শত করা হার- ১২.১% আসন - ১৮ জাতীয় পাটি - প্রাপ্ত ভোটের শত করা হার-১১.৯% আসন -৩৫ ১৯৯৬ সালের জাতীয় নির্বাচন। (জুন ১৯৯৬) ******************************************** বি,এন,পির অবস্থান - প্রাপ্ত ভোটের শতকার হার - ৩৩.৬% আসন - ১১৬ আওয়ামীলীগের আবস্থান প্রাপ্ত ভোটের শতকরা হার ৩৭.৪৪% আসন - ১৪৬ জামাত ইসলামী প্রাপ্ত ভোটের শত করা হার- ৮.৬১% আসন - ৩ জাতীয় পাটি - প্রাপ্ত ভোটের শত করা হার- ১৬.৪০% আসন -৩২ ২০০১ সালের জাতীয় নির্বাচন ***************************************** বিএনপির অবস্থান ( চার দল মিলে) প্রাপ্ত ভোটের শতকার হার ৪১.৪০% আসন - ১৯৩ আওয়ামীলীগের (একক) আবস্থান প্রাপ্ত ভোটের শতকরা হার - ৪০.০২% আসন - ৬২ জামাত ইসলামী প্রাপ্ত ভোটের শত করা হার- ৪.২৮% আসন - ১৭ জাতীয় পাটি - প্রাপ্ত ভোটের শত করা হার- ৭.২২ আসন -১৪ ২০০৮ সালের জাতীয় নির্বাচন ******************************************** বিএন,পির অবস্থান ( চারদল মিলে) প্রাপ্ত ভোটের শতকার হার - ৩৩.২০% আসন - ৩০ আওয়ামীলীগের আবস্থান (মোহাজোট মিলে) প্রাপ্ত ভোটের শতকরা হার - ৪৯.০০% আসন - ২৩০ জামাত ইসলামী ( চারদল মিলে) প্রাপ্ত ভোটের শত করা হার- ৪.৬০% আসন - ২ জাতীয় পাটি - ( মোহাজোট মিলে) প্রাপ্ত ভোটের শত করা হার- ৭.০০% আসন -৩০ ১৯৯১ হতে আজ পর্যন্ত ৪ টি নির্বাচনের ব্স্তব হিসাব ক্যালকুলেশন করলে দেখা যায় যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ জোটবদ্ব ভাবে করতো, তাতে দেখা যায় মহাজোট সুষ্পষ্ট ভাবে বিএনপির ৪ দলীয় জোটের তুলনায় অনেক এগিয়ে থাকতো।

গত ৪ টি নির্বাচনে ১৯৯১, ১৯৯৬(জুন), ২০০১ ও ২০০৮ বিএনপি ২ বার ও আওয়ামীলীগ ২ বার জয়ী হয়। যদি বিগত ৪ টি নির্বাচন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ বিএনপি ও আওয়ামীলীগ জোট বদ্ব করতো তাতে দেখা য়ায় শুধূ মাত্র ১৯৯১ সালে বিএনপি, জামাত আওয়ামীলীগের তুলনায় এগিয়ে ছিল বাকি ৩ টি ( ১৯৯৬ , ২০০১ ও ২০০৮ )নির্বাচনে আওযামীলীগ ও জাতীয় পাটির মোট শত করা প্রাপ্ত ভোট বিএনপি ও জামাতের তুলনায় অনেক বেশী এগিয়ে থাকতো । অর্থাৎ বিএনপি, জামাত ২০০১ সালে ক্ষমতায় যেতে পারতো না। যদি ২০০১ সালে আলীগ জোট বদ্ব হয়ে নির্বাচন করতো সুতরাং আগামী নির্বাচন বিএনপি, জামাত শতকরা ১০০% নিশ্চত পরাজয় করবে। আওয়মীলীগ সরকারের যতই আন্দোলন হোক এত বড় একটি ব্যাবধান কে ডিঙ্গীয়ে যেতে পারাটা বিএনপি জন্য মারাত্বক কঠিন হবে ।

যদি বিগত ৪ টি নির্বাচন বড় দু-দলে যদি জোট বদ্ব হয়ে করতো তার ফল কি হত তা একবার তুলনা মুলক চিত্র দেখুন মোট প্রাপ্ত ভোটের মতকরা হিসাব। ১৯৯১ বিএনপি ৩০ .৮০ + জামাত ১২.১০ = ৪২.৯০% আলীগ ৩০.১০ + জাপা ১১.৯০ = ৪২.০০% ----------------------------------------------------------- বিএনপি জামাত এগিয়ে ০০.৯০% ১৯৯৬ (জুন) বিএনপি ৩৩.৬০+ জামাত ৮.৬১ = ৪২.২১% আলীগ ৩৭.৪৪ + জাপা ১৬.৪০= ৫৪.৮০% ----------------------------------------------------------- আলীগ জাপা এগিয়ে ১২.৫৯% ২০০১ বিএনপি ৪১.৪০ + জামাত ৪.২৮ = ৪৫.৬৮% আলীগ ৪০.০২ + জাপা ৭.২২ = ৪৭.৬৮% ----------------------------------------------------------- আলীগ জাপা এগিয়ে ১.৫৬% ২০০৮ বিএনপি ৩৩.২০+ জামাত ৪.৬০ = ৩৭.৮০% আলীগ ৪৯.০০+ জাপা ৭.০০= ৫৬.০০% ----------------------------------------------------------- আলীগ জাপা এগিয়ে ১৮.২০% মোট কথা হলো যদি আওয়ামীলীগ ২০০৮ এর মত নির্বাচনে অংশ নেয় এবং সাথে ছোট ছোট আরো কিছু দলকে জোট বন্ধ করতে পারে বি,এন,পি কপালে কি আছে তা নিজেরাই ভাল করে হিসাব করে দেখুন। সুতারাং , উশৃঙ্খল আর বিশৃঙ্খলতা, জ্বালাও পোড়াও, গাড়ী ভাংচুর, পুড়িয়ে জীবন্ত মানুষ হত্যা হয়তো আন্দোলন জমাতে পারবে অথবা আন্দোলনে জয়ী হতে পাবে, কিন্তু নির্বাচনে জয়ী হতে পারবে কিনা ভাল করে হিসাব করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।