আমাদের কথা খুঁজে নিন

   

দুটো নামের ভবিষ্যৎঃ

ঠাজার বছরের ধারাবাহিক আলোয় আলোকিত আমি, হাজার বছরের সেই হাজার আলোদাতার কাছে প্রতিশ্রুতি বদ্ধ এ আলো ছড়িয়ে দিব।

দুটো নামের ভবিষ্যৎঃ মানুষের নাম থাকে। মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর নাম থাকা আবশ্যকীয় নয়। কুকুরেরও নাম থাকে তবে তা নাম ধারি মানুষের ধন অথবা মনের বিলাসিতা। প্রত্যেকটা নামের থাকে তাৎপর্য ও যথার্থতা।

স্কুল কলেজে উপন্যাস ও নাটকের নামের যথার্থতা খুজতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা করেছি। নাম মানুষকে নয়, মানুষই নামকে বড় করে তুলে। আবার নাম মানুষকে নয়, মানুষই নামকে কলংকিত করে। কিছু ব্যাক্তি ছিলেন, আছেন যারা নিজ কর্ম দিয়ে নিজের নামকে বড় করে তুলেন। যেমন কাজী নজরুল ইসলাম।

অনেক পিতা কাজী নজরুল ইসলামকে ভালবাসার জন্য তার সদ্যজাত ছেলের নাম নজরুল রাখেন। আবার কিছু ব্যাক্তি ছিলেন, আছেন যারা তাদের দুষ্কর্ম দিয়ে তাদের নামটি কলংকিত করে যান। তেমনি একটি নাম ময়ূরী। ময়ূরী নামটা শুনতে অনেক মধুর হলেও, কোন পিতা তার সদ্যজাত কন্যার নাম ময়ূরী রাখেন না। ঐশী।

তথাকথিত আধুনিকতার এক নির্মম দলিল। পত্রিকার পাতায় দেখেছি ঐশীর নামের সাথে নাম মিলে যাওয়ায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছিল। এখন থেকে হয়ত কোন সচেতন পিতা তার সদ্যজাত কন্যার নাম ঐশী রাখবেন না। খুব বেশী দূরে নয় সেই দিন যেদিন কোন পিতা তার সদ্যজাত কন্যার নাম খালেদা অথবা হাসিনা রাখার আগে ভাববেন। ভাবতে হবে তাই ভাববেন।

ভাববেন আর ভাববেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।