আমাদের কথা খুঁজে নিন

   

কে কোথায় পেট্রোল বোমা ছুঁড়ল তা আমি দেখি নাহ । আমি বুভক্ষের মত তাকিয়ে থাকি কবে আবার হরতাল দিবে ?



অবরোধ নিয়ে আমি আনেক খুসি । রাত জেগে কার্ড খেলা নাহলে মুভি দেখা, দুপুরের পর ঘুম থেকে উঠা , পড়ালেখার কনো চিন্তা নাই varsityr প্যাঁরা নাই , নিয়মিত তিনবেলা খাচছি, রাতের বেলা নিচিন্তে ঘুমাচ্ছি কারন আমার কাল কনো ক্লাশ নাই । কোথায় কে পুড়ে মড়ল তাতে আমার বিন্দু মাত্র বিকার নেই । যদি আমার দুচ্চিন্তা থাকে তবে তা হয় forex কেন্দ্রিক। আজ কি আমার লস একটু বেশি হইয়া গেলো ? কে কোথায় পেট্রোল বোমা ছুঁড়ল তা আমি দেখি নাহ ।

আমি বুভক্ষের মত তাকিয়ে থাকি কবে আবার হরতাল দিবে । কখনো ভাবি নাহ একটা হরতাল এ দেশের কত টকার লস হই , কত দিনমজুর আনাহারে দিন কাটায় । কিছু নিরপরাদ লোক আকালে প্রান হারায় । সত্য বলতে কি আমার মতো হাজার তরুন তাকিয়ে থাকে হরতাল এর আশায় । এই হচ্ছে আমাদের মাজা ভাঙ্গা তরুন্য ।

যেখানে উপর থেকে নিচ পর্যন্ত সবাই কাজ করে নিজের সার্থের কথা ভেবে সেখানে নিজের সার্থ ত্যাগ করে কিছু চাওটা সহজ না । গত সপ্তহে বার বার ভাবতেসিলাম আবার কবে হরতাল হবে । হরতাল অবরোধ যাই হোক আমি বরাবর খুসিই হতাম কারন একটাই varsity বন্ধ । কিন্তু আজ কেন জানি নিজেকে নিজের কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে । আপরাধী লাগছে নিজেকে ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.