আমাদের কথা খুঁজে নিন

   

কাল চার জেলায় হরতাল

নেতা-কর্মীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, ও কুমিল্লায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে গ্রেফতারের প্রতিবাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামীকাল চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচি অবরোধে নিহত নেতা-কর্মীদের গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। বগুড়া : আগামীকাল সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জেলা ১৮ দলীয় জোট। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম।

দিনাজপুর : অবরোধ পালনকালে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আগামীকাল ১৮ দলীয় জোট দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে। গতকাল জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী এ ঘোষণা দেন। কুমিল্লা : লাকসামে বিএনপির দুই নেতার সন্ধান ও মুক্তি না দিলে কাল থেকে লাগাতার হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল বিকালে ১৮-দলীয় জোটের উদ্যোগে লাকসাম দৌলতগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

সমাবেশে তিনি বলেন, আজ সকাল ১০টার মধ্যে ওই দুই নেতার সন্ধান এবং বিকাল ৪টার মধ্যে মুক্তি দেওয়া না হলে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় আগামীকাল থেকে লাগাতার হরতাল পালন করা হবে। তিনি আরও বলেন, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম অথবা হত্যার চেষ্টা করা হচ্ছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. নূর উল্লাহ রায়হানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সরওয়ার সিদ্দিকী, বিএনপি নেতা আবদুর রহমান বাদল প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।