আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরা-২ আসনের মনোনয়ন প্রত্যাখান করেছে দলীয় নেতাকর্মীরা

দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে প্রত্যাখান করেছে সাতক্ষীরা জেলা অওয়ামীলীগের নেতাকর্মীরা।

একই সাথে অবিলম্বে কেন্দ্র ঘোষিত প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির পরিবর্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে মনোনয়ন না দিলে নির্বাচন বর্জন করার ঘোষনা দেওয়া হয়েছে।

আজ বেলা ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষনা দেওয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ হারুণ অর রশিদ। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, সদর উপজেলা আ'লীগ সভাপতি ও ভাইস চেয়াম্যান এস এম শওকত হোসেন , আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ প্রমুখ।

বক্তারা বলেন অভিলম্বে সাতক্ষীরা সদর আসনের প্রার্থী প্রত্যাহার করতে হবে। মীর মোস্তাক আহমেদ রবি জেলা আওয়ামীলীগের কোন পদে নেই। দলের দূর্দীনে তাকে কখনো দলীয় নেতা-কর্মীরা পাশে পায়নি এমনকি কখনো মিছিল-মিটিং এ তাকে দেখা যায়নি। সে একজন ঢাকা প্রবাসী ভূঁইফোড় নেতা। আমাদের উপর তাকে চাপিয়ে দেওয়া হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।